Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার । 248 0

Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ।


মোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকে
মোস্তফা মিয়া পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।। রংপুরের পীরগঞ্জের চত্রা ইউনিয়নের চন্ডিদুয়ার গ্রামের একটি  পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। গত বুধবার সকাল আনুমানিক ১১টায় এই অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। 
এলাকাবাসী সূত্রে জানা যায় -সকালে আনুমানিক ১১টায় উক্ত পুকুরে লাশটি ভাসতে দেখে  উদ্ধার করে গ্রামের লোকজন। আশপাশের লোকজন খবর পেয়ে অজ্ঞাত লাশ দেখলেও তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার পূর্বক পীরগঞ্জ থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় পুকুরে পড়ে তার মৃত্যু ঘটে। অনেকে আবার অজ্ঞাত ব্যক্তি হওয়ার কারণে বলছেন যে-তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়েছে।  এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্রের সঙ্গে কথা হলে তিনি বলেন-ময়নাতদন্তের রিপোর্ট আসলে  এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com